:আমার কবিতার ডাইরি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
তোমার মুখ দেখেই বুঝাই যাচ্ছে
তুমি বিষণ বিরক্ত!
কী হয়েছে তোমার,দু'চোকে ঝর্ণার মত দুঃখ ঝরছে কেনো?
:তুমি কার জন্য কবিতা লিখছ সেই মেয়েটি কে
যে নিকোটিনের মত
আমার শরীর থেকে রক্ত,মাংস হাড় চুষে নিচ্ছে!
:ওরে বোকা এই কথা!
:চুপ করো,একদম কথা বলবে না আমার সাথে,
তোমার জন্য আমার
জীবনটাকে কার্পেটের মত বিছিয়ে ছিলাম
আর সেই তুমিই কি'না অন্য একটা মেয়ের জন্য
আমাকে ডাস্টবিনে ফেলেদিছ।
:হা হা হা
:হাসছ কেনো একদম হাসবে না
:আচ্ছা হাসবো না এবার বলো তোমার নাম কী?
:ওই মেয়েটার প্রেমে পড়ে আমার নামটাও ভুলে গেছো!
:আহ বলো না তোমার নাম
:নীরা
:পুরো নাম নাম বলো
:অধরা সিদ্দীকা নীরা
:আর আমি যে মেয়েটার নামে কবিতা লিখছি
সেই মেয়েটার নাম কী?
:অধরা
:অধরা কে সেই মেয়েটি যে নিকোটিনের মত
তোমার শরিল থেকে রক্ত,মাংস হাড় চুষে নিচ্ছে?
: শয়তান
:এই কোথায় যাচ্ছো
:বাপের বাড়ী আর তোমার সাথে থাকবো না।