তুমি আয়নার সামনে দাঁড়ালে!
আর আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম
তুমি দেখাতে চাইলে তোমার রূপের মোহ
আর আমি তোমাকে রাগান্বিত করতে চাইলাম।


তুমি অভিমান করে, পাশ ফিরিয়ে শুয়ে পড়লে
আর আমার শত'চেষ্টা যখন ব্যর্থ
তোমার অভিমান ভাঙ্গাতে,
ঠিক তখনি তুমি ঘুমের ভং দরে
আমার উপর হাত-পা ছড়িয়ে দিলে ।


আমার এই কবিতার ভিতরে তোমার
-কথা লিখলাম
লিখলাম তোমার মান-অভিমানের কথা
আরও লিখলাম ভাত না খেয়ে
পেট ভরা রাগ নিয়ে তোমার শুয়ে পড়ার কথা।


একদিন আমার এই কবিতা তোমার পাশে
চুপচাপ শুয়ে থাকবে।
হয়'তো -তুমি খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলবে
তখন আমার অভিযান হবে
তোমার অভিমানের রং বদলানোর।