এই যে
ঠিক আছে" না-ও একটি তুমি প্রাণ "
শেকড়ের শোকে!
যদিও বাতাস দূষিত
স্ব দেশের মাঁটিতে, দেশদ্রোহ পদচিহ্নে
সামাজিক কবিতার গাঁ পচে যায়।


হায় দেশ,
তোমার মাঁটিতে যদি
কবির কলমের ডগায় ধরে ছারপোকা
...জননীর নাড়ি ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
যদি-কালি আর না আসে
শেকড়ের শোকে।


তা'হলে এই না-ও" যত চাও প্রাণ"
আমাদের রমনী'রা সাদা শাড়ী পড়ে কানের দুল,
খোপা ছেড়ে, নাক ফুল,
হাতের চুড়ি দিচ্ছে খুলে!
"প্রাণের যৌতুক "মনে করে।


তবুও যদি-
শহীদের রক্তমাখা মাঁটিতে পড়ে
দেশদ্রোহ পদচিহ্ন?
"তা'হলে তো প্রাণের যৌতুক "
...যৌনপল্লি
জন্মানো পিতৃ পরিচয় হীন পুত্রের মত।