ভাতের বদলে দুঃখ কাপড়ের বদলে দুঃখ
সময় অসময় আমার কেবলই
দুঃখ সংবাদ আসে
-কেবলই দুঃখ সংবাদ
এত দুঃখ সংবাদ দিয়ে আমি কী করবো?


ভাঁড়াল ভর্তি দুঃখ-কেবলই দুঃখ সংবাদ
-দিয়ে কী সংসার চলে?
সংসারের জন্য মানুষের প্রয়োজন
চাল ডাল লবণ মরিচ হাঁড়ি পাতিলের প্রয়োজন।


অথচ কেবল দুঃখ সংবাদ আসে
কেবলই দুঃখ সংবাদ।
হৃদয় ভর্তি দুঃখ সংবাদ নিয়ে হয়'তো আমি মরে যাবো
তবুও আমার অসহায় দু'চোখ মৃত্যুর সময়
তোমার অপেক্ষায় থাকবে- সুসংবাদ।


এই ফসলের জমি খেলার মাঠ ঘর বাড়ী বিছানাপত্র
কিছুই আমার সঙ্গে যাবে না
চোখের ছানিতে শেষ অপেক্ষা টুকুই থাকবে
একরাশ বিষন্ণতা নিয়ে আমার কবরে জন্মানো দূর্বা ঘাস হয়ে।
১৩ মাঘ ১৪৪৬বাংলা