:আপনি বললেন হরতাল
আমি দেখলাম আগুনে পোড়া কিছু লাশ
কয়টা অসহায় পরিবার
কতগুলো শিশুর কান্নামাখা চোখ
আর কিছু মানুষের গলায় ঝুলেথাকা ক্যামেরা।


: আপনি বললেন অবরোধ
আমি দেখলাম, কর্মহীন কতগুলো মানুষ
ক্ষুধার্ত কয়টা শিশুর শুকনো মুখ
আরো দেখলাম কতগুলো পুরুষ'কে
স্ত্রী-সন্তানের মুখে
আহার দিতে না পারায়
নিরাশ হয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে ।


আপনি বললেন -
জনগণের গণতন্ত্রিক অধিকার রক্ষার জন্য
এসব অবরোধ, হরতাল
...আমি দেখি
মানুষ -মানুষ'কে মারছে
আর কিছু মানুষ দূর থেকে দাড়িয়ে
খুব'ই কদর্য ভাবে থুঁথুঁ ফেলছে।