দমের হিসাবে বেশ খরছে সভাবী
- শেষ হয়ে যাবে একদিন,
যদিও তখন থাকবে আমার কাছে
                              তোমার ঋণ।


...অশ্রুজলে যদি ফুটে  দুঃখের পলাশ
- তা'তেও যদি দাবী রাখে
সময়ের চাকায়
পিষা বেহিসাবী লাশ।


রেখে দিও  নবগঠিত গোলাপের ঠোঁটে
সেই সংগ্রামী রক্ত
রেখে দিও - বর্ণমালার শব্দে
সেই মুক্তিকামী রক্ত।