চাঁদের থেকেও সুন্দর যিনি
নবী আমার মোস্তফা
কুল আলমের সেরা তিনি
নূর নবী মুহাম্মাদ ইস্তফা।

যার ইশারায় টুকরো টুকরো
দ্বি-খণ্ডিত ঐ চাঁদ
নবীজি কে চিনে নিয়েছেন
পূর্নিমা সে-ই রাত।

নবীজিকে অন্ধের মত মানলে
পাবে ইমানের স্বাদ
নবীজি না দেখেও বিশ্বাস করো
যার নাম মুহাম্মদ।