দেখেছ তুমি পাহাড়।
কখনো কি দেখেছ তুমি
করতে তাকে আহার?

তবুও সে কেমন করে
এত্তো বড় হলো?!
কার ইশারায় দাঁড়ালো সে
একটু তুমি বলো?

ওই পাহাড়ের চূড়ায়,
কতো পাখি উড়ে গিয়ে
পেটের আহার কুড়ায়।

কখনো কি মেপেছ তুমি
ওই পাহাড়ের ওজন?
ভেবেছ কি তিমি-হাঙর
কেমনে করে ভোজন?!

কখনো কি তাকাও নি
ওই দূর আকাশের দিকে?
খুঁটি হীনা বিশাল আকাশ
কেমনে আছে টিকে!

আবার দেখো মেঘ,
ডানা হীনা কেমনে উড়ে
চলার কতো বেগ!

ডিমের ভেতর পাই না কভু
রক্ত-মাংস, জান,
ভেবে দেখো ডিমের ভেতর
কেমনে এলো প্রাণ!

শক্ত কাঠের গাছ
দেখবো কেটে চল্,
কাঠ ছাড়া আর পাই না কিছু
কেমনে আসে ফল?!

আকাশ পানে মেঘের রাশি
কেমনে ভেসে রয়!?
দেখেছ কি কোনো জিনিস
এমনি এমনি হয়?

গাছের মাঝে সুবাস তো নেই
সুবাস কেন ফুলে?
জেনে রেখো আল্লাহ আছেন
সকল কিছুর মূলে।