উড়িয়ে দিয়েছো ঘুড়ি মেঘলা আকাশে
ঝড় বৃষ্টি তুফান কারো কারো পেছনে
লেলিয়ে দিয়েছো পাগলা কুত্তার মতো
অবিরাম কেবল ঘেউ ঘেউ তাড়িয়ে বেড়ায় ।


ঘর দিলে না বাড়ি দিলে না অর্থবিত্ত কিছুই দিলে না
তবে কেনো পুষ্মময় সংসার দিলে, আগুনজ্বলা পেট দিলে
রাক্ষুসী ক্ষুধা দিলে, কষ্টেভরা জীবন দিলে?  


ধন দিলে না, খাবার দিলে না, সুখ দিলে না , শান্তি দিলে না
তবে কেনো ভালোবাসার অফার দিলে
প্রেমের মদিরায় অবগাহনের ডাক দিলে?    


হাতে রেখে পিতলা নাটাই মনের সুখে বসে আছো
সাত আসমানের সিংহাসনে, নির্ভাবনায় কাটছে সময়
প্যাঁচ খেলা হলে শেষ নাটাই ঘুরিয়ে টানবে সুতা ।