ভাবতে গেলে আচমকা মনপুরায় জন্ম নেয় প্রবল ভূমিকম্প
তড়িঘড়ি আক্রান্ত হয় শিরা উপশিরা প্রবল কম্পনে থেমে যায় রক্ত চলাচল
মৃতবৎ । চোখে নামে রাতের স্তব্ধতা। স্মৃতির আকাশে ভেসে ওঠে
সারি সারি গলিত লাশ, গরু ছাগলের মৃতদেহ, কাকশকুনের বেপরোয়া মিছিল
দক্ষিণ সাগরের রক্তজল, দুর্গন্ধে মৌমৌ বেতাল হাওয়া, সত্তরের বার নভেম্বর
জলোচ্ছ্বাসের রাহুগ্রাস ।
ভাবতে গেলে জেগে ওঠে ঘুমিয়ে থাকা ভেতরের দানব
দাঁতে দাঁত চেপে বিষন্ন যন্ত্রণায় ইচ্ছে হয় আকাশটাকে ছিড়ে ফেলি
টুকরো টুকরো করে প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে দেই
বিবেকের দোচালা ঘর ।