যেদিকে তাকাই জানি না কেনো আঁধারে ঢেকে যায় আলোকিত প্রান্তর
অচেনা শুয়োর কয় না কথা রসিয়ে রসিয়ে খায় বিধাতার অন্তর ।


বাঁচার আশায় আমি যে ডাল ধরি সেখানেই লাগে আগুন
কোন্ দোষে দোষী আমি নিমিষে ওঠে ঝড় দেখে না কেহ
রহিয়া রহিয়া জ্বলে বিধাতার দেহ ।


ফালা ফালা দেহ বিদীর্ণ মন ছিন্নভিন্ন চোখ নিঠুর বিধির
দেখেও দেখে না সে
বিরান ভূমিতে ভাসে
আমার ভাঙ্গা নাও ।