দৃষ্টির বাইরে যে জগৎ,
যে দেখে সে মহৎ,
যে পৌঁছে সে অরহৎ।
গোলাকার পৃথিবীর গোলকধাঁধায়,
ভোগবাদ আর বস্তুবাদের নেশায়,
মত্ত মানুষ প্রতিযোগিতায়,
প্রাচুর্যের উন্মত্ততায়।
সবাই বদলায় না,
কেউ কেউ বদলায়।
যে দৃষ্টি মিথ্যায় ভরা,
লোভ আর ঘৃণায় জড়া,
সে দৃষ্টি করে মোহাচ্ছন্ন,
জড়ায় মিথ্যা মায়াজালে আজন্ম।
অন্তরে গড়ুক মন্দির,
করুক গভীর অর্চনা,
উদ্ভব হোক হৃদয় গভীরে
বহির্জগতের ভাবনা।
যে জীবন ফুরিয়ে যায়
এক জীবনে সবই পাবার আকাঙক্ষায়,
সে ফেরে আবার গোলকধাঁধায়।
চক্র যে ভাঙতে চায় না,
সে তো তারই দায়!