কেউ গড়ে তাজমহল, কেউ পিরামিড;
মুচকি হাসে আজরাইল, হাসে কিউপিড।
সবাই রয়ে যেতে চায় অনন্তকাল,
তবু চলে যেতে হয় কাল-অকাল।
কিছু চিহ্ন রয়ে যায় প্রজন্মের স্রোতে,
কিছু কথা রয়ে যায় মুখে-ঠোটেঁ,
কেউ কেউ হয় কিংবদন্তী,
সময়ের পথে টানে যতি।
অবশিষ্টরা হারিয়ে যায়; কে রাখে হিসাব!
পৃথিবীর বুকে সর্বদা ভাবের অভাব।