সেদিন ছিল এক ঘোর-লাগা সন্ধ্যা;
মেঘেরা ঢেকে রেখেছিল চাঁদের পূর্ণতা,
ঝিঁঝিঁ পোকারা ডাকছিল আপন সুরে,
প্যাঁচা মুখ লুকিয়েছিল চুপিসারে,
বহমান নদীর কুলকুল শব্দে
ফিরিয়ে নিয়েছিল শত অব্দে,
ঘাসের পাশে ছিল লজ্জাবতী,
কুঁকড়ে যাওয়া নিস্তেজ অনুভূতি।
শিয়ালের ডাকে অবচেতনা ভাঙে,
জোনাকীরা জাগে আপন রঙে।
অসাড় মস্তিষ্কে প্রাণ ফিরে আসে,
ধূমকেতুর পরে উল্কারা হাসে!