কী যেন নেই ছবিটায়!
দেয়াল ভরে গেছে কবিতায়।
বৃক্ষের ছিল পুষ্প, পত্র;
কে যেন খুঁজেছে ফল, ঘুরে যত্র-তত্র।
যে অপূর্ণতা পূর্ণতায় ভরা;
বোঝে নি অনেকে,
খোঁজে নি নিজেকে,
খুঁজেছে চন্দ্র, সূর্য, তারা।
দৃশ্যমান বাস্তবতা সবার কাছে ধরা দেয়,
অদৃশ্য পৃথিবী রয়ে যায় অগোচরেই।
যার জল আছে, তার স্থল নেই;
যার স্থল আছে, তার জল নেই।
আকাশের হাহাকার নিঃসঙ্গতায়;
ছায়াপথেরা কে যেন কোথায়!
তবু পৃথিবী জুড়ে সবুজ খেলা করে;
আকাশ জুড়ে মেঘেরা ওড়ে, নক্ষত্ররা ভর করে।