কিছু মুদ্রিত কাগজের পিছনে ছুটে
সমস্ত জীবন পেরিয়ে যায়,
আরব্য রজনীর দৈত্য সম্মুখে এসে
সমস্ত আদেশ নিয়ে যায়;
হাজির করে প্রাসাদোপম অট্টালিকা, প্রমোদতরী
উড়োযান আর বিলাসবহুল সব পণ্য,
আদেশকারী বলে ধন্য ধন্য।
পরের আদেশ অদৃশ্যমান বস্তুর তরে,
দৈত্য এবার কাঁপে ডরে।
হৃদয়, বিবেক আনে কেমন করে!
মুদ্রিত কাগজেরা শূন্যতায় ভরে।
সে দৈত্যও প্রস্থান করে চিরতরে,
ব্যর্থ আদেশকারী কাঁদে সকাতরে;
বিদায়ের ক্ষণ যখন ঘনিয়ে আসে,
মুদ্রিত কাগজেরা মুচকি হাসে।