দেখেছে জানালা-ভরা বৃষ্টির ছবি,
সমুদ্রের সফেদ ফেনিল ঢেউ,
পর্বতশৃঙ্গের হিমবাহে আলোর প্রতিফলন।
তবু কী যেন খোঁজে চোখ!


দেখেছে ভোর-সন্ধ্যার রাঙা রবি,
ভরা পূর্ণিমার স্নিগ্ধ আলো,
গ্রহণের বিষাদ ভরা জ্বলন।
তবু কী যেন খোঁজে চোখ!


দেখেছে ডানা-ভাসা বর্ণময় প্রজাপতি,
গহীন অরণ্যের উড়ন্ত ম্যাকাউ,
ময়ূরের পাখায় রঙধনুর নাচন।
তবু কী যেন খোঁজে চোখ!


দেখেছে তাজমহলের বিমূর্ত সমাধি,
অপরূপা ক্লিওপেট্রা থেকে ঐশ্বর্য,
মহাকাশে ছায়াপথের অসীম অবগাহন।
তবু কী যেন খোঁজে চোখ!