তোমার আঁখি
রয়েছে কালো কাঁচে ঢাকি,
বিশদ ফাঁকি
দিয়েছে দৃষ্টিতে আঁকি।
এ বিভ্রম
কোথায় রাখে অনুপম।


সুনয়না নামে
কেউ নেই আর,
কৃত্রিমতার দামে
তাকে মেলা ভার।


নেত্রের কোণে
কাজলটুকু মাখি,
হারায়েছে সে
চিহ্নটুকু রাখি।