পঞ্চ ইন্দ্রিয় বাঁধা,
শুধু অন্তর যায় না বাঁধা;
ধরণীর বুকে পোড়া মাটির গন্ধ সোঁদা।
মানব সন্তান মরে মানবের হাতে, উত্তরবিহীন এক ধাঁধা।
অন্তর ছুটে যায় পৃথিবীর সব নিপীড়িত মানুষের কাছে,
অন্তর কাঁদে রক্তস্নান দেখে।
যে রক্তের রঙ লাল,
যে রক্ত তোমার আমার সবার,
সে রক্ত ঐক্য ছড়াক, বিভেদ নয়;
সে চেতনা মুছে দিক পৃথিবীর সব অনাচার।