সব প্রথমই রোমাঞ্চ ছড়িয়েছে!
কান্না দিয়ে শুরু হয়েছিল যা;
পৃথিবীর মুখ দেখার সাথে সাথে
হয়তো ধরা পড়েছিল জীবনের জীর্ণতা।
প্রথম উচ্চারিত শব্দে হয়তো শিহরিত হয়েছিল কেউ,
দু’কদম হাঁটতে শেখার দৃশ্য ছাড়িয়ে গিয়েছিল যা;
প্রথম সমুদ্র দর্শনে চমক জাগিয়েছিল ঢেউ,
পর্বতের কাছে গিয়ে ধরা পড়েছিল অস্তিত্বের বিশালতা।
প্রথম প্রণয় এসেছিল কালবৈশাখী ঝড়ের মত,
বিদায় বেলায় স্পষ্ট হয়েছিল অসঙ্গতির অনেক ক্ষত।
তবু কেউ একজন পরিণয়ে বাধেঁ,
জীবনের বাঁক বদলে দেয় অবাধে।
প্রিয় কোন মুখ পৃথিবীতে আসে,
নতুন করে আবার রোমাঞ্চ জাগে।
এভাবেই কাটে বাকিটা জীবন...
এক সময় চলে আসে দিন গণনার ক্ষণ।
মৃত্যুর সাথে সাক্ষাৎ, জাগায় শেষ শিহরণ;
তবু রয়ে যায় জীবনের রেশ।
অন্তিম লগ্নে ফিরে আসে স্মৃতির আলোড়ন;
কান্নায় যার শুরু, কান্নায় তার শেষ!