কে যেন শিউরে ওঠে শিয়রে,
নিজের প্রতিবিম্ব দেখে;
আধো আলো আধো আঁধারে।
মহাক্লান্ত জন ঘুমে লুটায়,
নেশাসক্ত জন জাগে নিকষ আঁধারে, ঈর্ষায়;
দ্বৈতসত্তার টানাপোড়েন অতলান্তে হাতড়ায়।
সে নয় শুধু মুখনিঃসৃত বাণী,
সে এক দীর্ঘ কাহিনী।
স্রোতের বিপরীতে অনিশ্চিত যে যাত্রা,
সাঁতার শেষে তার ভিন্ন এক মাত্রা।
সে জলাধার শুধু স্বচ্ছ জলে ভরা।
অপর সত্তা থাকে সদা দিশেহারা;
বহু পথ ঘুরে আসে সে,
যে ভ্রমণ পুরোটাই মিছে।
অন্তিম যাত্রার ক্ষণ ঘনিয়ে আসে;
দ্বৈতসত্তা কাঁদে আপন উপহাসে।