মনের মন্দিরে জ্বেলেছি যে দীপ;
সে নয় কোন ধর্মশালা,
সে আমার মর্মের পাঠশালা।
বহু পথ ঘুরেছি;
সবুজ থেকে সবুজ,
নীল থেকে নীল।
কী যেন নেই কোথাও!
সমস্ত তীর্থ কোথায় যেন জড়ো হয়েছে!
ঐশী গ্রন্থের শব্দ ধরে কোথায় যেন হারিয়ে যাই!
নিজের মাঝে নিজেকে খোঁজা,
বিবেকের দুয়ারে চোখ বুজা।
কোথায় যেন প্রশ্নোত্তর চলে,
চলে কথোপকথন;
কোন যুক্তিতে মিলে না সে সমীকরণ।
কে যেন ঢেকে রাখে আবরণ।
দৃষ্টিহীন খোঁজে অর্চনার স্থল,
মনের গহীনে লুকানো সুপ্ত স্বচ্ছ জল।
যে বিন্দুতে মিলে ধর্মশালা আর পাঠশালা,
সে বিন্দুতে ভুবন আমার আপন আলোয় ভরা।