ঘূর্ণিঝড়


একি বার্তা শুনালো আজি
      বাংলার আবহাওয়া দপ্তর
দক্ষিণ দিকে ঘূর্ণিঝড়,পায়ে
                  পায়ে এগোয়ে
      আন্দামান  নিকোবর।
আগামী সপ্তাহে আছড়ে পড়বে 'ওরা '
উড়িষ্যা আর বাংলার
                  উপকূলে,
প্লাবিত হবে পথ,ঘাট,মাঠ
     বিনাশ করবে স্বমূলে।
সর্তক বার্তা করেছে জারি
       আমাদের সরকার,
উপকূলে আর থাকিও না কেহ
      দূরে সরে যাও স্বতর।
মৎস্যজীবীরা জাল গুটাইয়া
    হাঁটা দেয় গ্রামের পথে,
জীবন বাঁচাতে তাই জীবিকা
                   ‌  ‌ছেড়ে
নিজেদের দিয়ে দেয় অদৃষ্টের      
                        হাতে।
মাঝী মল্লারা গান থামাইয়া
          বৈঠা তুলিয়া নেয়,
গাঢ় কালো মেঘে ছেয়ে
              গেছে আকাশ
       যেন আসছে বির্পযয়।
জীবন যুদ্ধে তারা হেরে
  বসে আছে
       দারিদ্রতার কাছে,
জীবিকা ছেড়ে এখন এরা
      কেমন করে বাঁচে?
করজোড়ে তাই করে মিনতি
    নিজের ভগবানের কাছে,
পথ একটা বলে দাও 'তুমি'
       যাতে সংসার টা বাঁচে।।