সময়
সময়ের সাথে ঘড়ির কাঁটা দুটি চলে
নেয় না কোনো বিশ্রাম
কেউ তো বলে না কো "ওদের"
অনেক চলেছিস "থাম তোরা এবার থাম "।
দুটি পথে তারা দুজনে ঘোরে
একই বৃত্তের মাঝে,
দেখা হয় তবু বলে না কথা
শুধু মেলে‌ বারোটা যখন বাজে।
সেকেন্ডের কাঁটার দূর্বার গতি
তার দাঁড়াবার উপায় নাই,
মিনিটের কাঁটা ধীরে চলে তবু
তার ও বিরাম নাই।
যদি তারা ‌থামে কোনো একদিন
যন্ত্র হইলে বিকল,
সময় যে ভাই থামিবে না ওরে
চলিবে অবিরাম অবিচল।
সময়ের সাথে চলার মন্ত্র
তোমরা একবার যদি শিখে নাও,
পিছনে কেহো থাকিবে না পড়ে
জেন নিশ্চিত হবে জয়।