উন্মোচন।
এই তো আছি বেশ,
চার দেওয়ালের বন্ধ দরজায়
তবু মনটা হয়ে যে নিরূদেশ।
নিরলস ভাবে বসে থাকা শুধু
            নেই কোনো ভাবনা,
মনের মণিকোঠায়
                  ‌ স্মৃতি গুলো তাই
  মেলে দেয় তার পাখনা।
সুখ-দুঃখ ,আনন্দ-বিষাদে
     ভরা সে সব পাতা
একের পরে এক মনে পড়ে
                                     যায়
ভীড় জমায় কতো কথা।
দিনের পরে রাত আসে
         ‌রাতের পরে দিন,
সময়গুলো সব কেটে যায়
                                দ্যাখো
       বন্ধু স্বজন হীন।
গতিময় জীবন থেমে আছে
                                 আজ,
কেটে গেছে তাল ছন্দ
তবু স্মৃতিগুলো সব দৌড়ে
                           বেড়ায়
    না রেখে দ্বিধা-দ্বন্ধ।