এসো হে বৈশাখ, এসো নব কেতনে
এসো নব নবীনে,প্রজন্ম ধারাতে।


বহিছে মলয়ে, তব চেতনে রুদ্ধ
সংশয়ে বঙ্গ, ঐতিহ্য সম্ভ্রম লুন্ঠন।
জাগ্রত অগ্নি, তোমারে জ্বালিতে
ধ্বংসিতে তব, আলোক বিহারি।


জাগাতে এসো, এসো হে বৈশাখ
এসো মোর হেয়াতে, এসো দীপ্ত কিরণে।
এসো নব নবীনের, হৃদয় কুঠির বসনে
রূপসী বাংলার, ঐতিহ্য ধারা বহিতে।


এসো হে বৈশাখ, এসো তোমারি ধরাতে
মুক্তির সোপানে, অধিকার ছিনিতে।
জাগিয়া ওঠো, বসো গেড়ে বসত ভিটাতে
অশুভ শক্তি ছায়া, তোমারে হেলাতে নাহি পারে।


এসো এসো এসো হে বৈশাখ
এসো প্রতি গৃহে, নব নবীনের হৃদয় জাগাতে।।