আজি জ্যোৎস্না মাখা রাঁতে
মন যে জাগি পুলকে পুলকে ।
মেলিয়া আঁখি ধারায়
শুধু যে তোমারি মন মালায়।।


তব আঁখি যে টলটল
নয়নে দেখি ঝড় ঝড়।
দিবসে রবি, আলকিতো ধারায়
আজি সে চন্দ্রিমা বারী ধারায়।।


ত্রি নয়নে মেলি
দেখি সে তো সু-নয়না।
চাঁদের কিরণ লাগি সেথা
জল ছল উজ্জ্বলা নয়না।।


তোমা পাণে মেলি মম সে আঁখি
জুঁড়ায় যে আজি তোমাতে সে আমি।
যা ভাবি আজি এ ক্ষণে
দেখি তা স্বপনেরও ঘরে।।


স্বপনেতে বসো পাশে
আঁখি সে যে অধরালয়।
তুমি আছো তোমালয়ে
আমি সে তো ধুসারালয়।।


-১৮/০৯/২০২১ খ্রিঃ