তোমার আদর্শ মস্তকে ধারণ
চলেছি দিবা-নিশী।
তুমি আছো সৃষ্টি জুঁড়ে
আমায় জীবন দিয়ে।
ধন্য জনম, ধন্য আমি
ধন্য আমার মানব কুল।
ধন্য আমি ত্রীভূবনে
তোমার পূত্র পরিচয়ে।
মোর জীবনে থাকবে তুমি
বাঁচব যত কাল।
ছিলে তুমি, আছো তুমি
থাকবে জনম কাল।
তুমি নেই, তা ভাবিনা
আছো তুমি সর্বদাই।
বটবৃক্ষের ছায়ার মতো
আছো তুমি আমায় ঘিরে।
স্বপ্নের মাঝে দেখি তোমায়
প্রায় নিশি ঘুমের ঘরে।
সেই যে তোমার ব্যস্ত সময়
বিদ্যালয়ের পদচারণায়।
স্বর্গবাসী থেকো তুমি
ঈশ্বরের কাছে এই কামনা।
করো আশির্বাদ মোরে তুমি
তোমার আদর্শ মস্তকে ধারণ,
চলতে পারি জনম জনম।।