ঋতু রাজ এলো আজি কোকিলের সুমিষ্ট সুরে,
মন তাই জাগিল ক্ষণে গোধূলি নয় অরুণদ্বয়ে।
ফাগুনেরই হাওয়া বহিছে তাহা রণ বন যৌবনে,  
মনমালায় গাহিতে গান ইচ্ছা জাগি তব স্পর্শ হস্তে।


বিস্তীর্ণ খোলা মাঠে দখিনা বাতাসে কৃষাণীর হাসি,
রঙবে রঙের পাখীর কলরবে মুখরিত পল্লী জননী।
রবির কিরণে সবুজের ক্ষেত দিগন্তের ঝিলমিলি,
প্রকৃতির নবীন রূপ দেখি তাহা আঁধারে রূপ নয়নী।


আম্র মুকুলে'র সুমিষ্ট ঘ্রাণে পল্লী বধুর মধুময় হাসি,
ঘোমটার আড়ালে মনে জাগি পুলক বাঁধিবার আশা।
কনকনে হিমেল হাওয়া নিবারণে এই তো ফাগুণী,
দখিনা বাতাসে মন যে দুলি প্রকৃতির নব বঁধুয়া।


হৃদয় বুঝি তাই দুলিছে তাহা মহা সে মাতনে,
বাংলার বাঙ্গালী নব চেতন খুঁজি উন্মত্ত জাগরণে।
সঙ্গী বিনে পথের দেখা দেখাইবে সে কোন লগণে,
ফাগুনের বইমেলা মুখরিত তাই নব সে পথের সন্ধানে।