সুখের বাসর বাঁধিতে তুমি
এসেছো যাহার নীলে ।
তিনিই একদিন দেখেছিল প্রভাত,
তাহারই গর্ভপাতে।
দেখিয়েছিল নতুন বিশ্ব,
নতুনের কোলাহল।
আদরে যতনে করিয়া তাহারে,
গড়িয়া তুলিয়াছে আজই ঐশ্বর্যবান।
তোমারই সাথে বাঁধিতে  বাসর,
ত্যাগের মহিমায় যিনি দিলো,
সবচেয়ে বড় পরিচয়
বড় ত্যাগের বলিদান।
তিনিই না থাকিলে, তিনিইবা,
জাগিতো কোন ক্ষণে?
সুখেরই বাসর কি ভাবেইবা বাঁধিতে তুমি
আজই এই সুখেরই ,সন্তান-সন্তোতি মিলে ?
ভাবিও তুমি জাগ্রতঃ মনে,
আজ যাহা কালই তাহা।
পাইবে সে, যে যাহা,
যাহা করিবো, তাহাই পাইবো, সাক্ষী পরনতি।
"মা" কে "মা", শাশুড়িকেও "মা"
যদি ভাবি নিজ গুণে, মনে ও প্রাণে।
খুজিতে নাহি হবে তব, সেই সুখ-সুখ,
সুখই তবে দিবে ধরা
তব-তম নিজ মনঃমন্দিরে।