রাসেল রাসেল রাসেল, ছোট্ট সোনামণি রাসেল
ধানমন্ডির ৩২ নম্বর আজও,স্মৃতিময় ঘেরা তোমার।
তুমি ছিলে বাঙ্গালী বাংলার, প্রতিটি ঘরের শোভা
তোমাকে নিয়ে স্বপ্ন দেখত, বাংলার জননী মা।
গর্ভধারিণী মা জননী সুখ যে পেতেন মনে
রাসেল সোনা নামটি রাখবে পুত্র সন্তান হলে।


আকাশে বাতাসে জনমনে, আছে তোমার নামটি মিশে
তুমি ছিলে বাঙ্গালী চেতনার, দীপ্ত প্রদীপ জ্বেলে।
বঙ্গবন্ধুর সোনার বাংলায়, সোনার ছেলে রাসেল
জনম নিয়ে ধন্য করলে, বঙ্গমাতার কোল।
ধন্য হইলো বীর বাঙ্গালী, সোনার রবি ফসল
হাসিতে মুখর তৃপ্ত হৃদয়, হইলো বাংলার সকল।


১৫ আগস্ট রাতটি আজও, তোমায় স্মরণ করে
কেঁদে কেঁদে বুক যে ভাসায়, তোমায় মনে করে।
ভুলতে পারেনা সেই সময়ে, আজকে প্রবীণ যারা
শোকে কাতর নবীনের দল, জানল যখন তারা।
ছিলে তুমি, রবে তুমি, থাকবে চিরকাল
আদর্শ তোমার করবে ধারণ, বাংলার নবীন দল।