মায়ার বাঁধনে বেঁধেছ মোরে
সেদিনের সেই আলাপনে।
জানি তুমি জানিবে না তা
তবুও যে বেঁধে ফেলেছ হে তা।


চন্দ্রিমা মুখের আবরণী আভা
দৃষ্টির রশ্মি অসীম সীমানা।
মনের আল্পনায় এঁকেছিলাম তোমায়
সেথায় যেদিন প্রথম সূর্য উদয়।


কুয়াশায় ঢাকা রূপের মাধুর্য
ভেসে এলো সেদিন পলক তুর্য।
দেখিতে এ নয়নে তোমারি রূপে
আছে জানি মহারতি ঢাকা আবরণে।


ভাসিয়ে দিতে মনন ভেলা
পথ শেষেও না ছাড়িব আশা।
জানি তুমি দিবে না আশা
বাঁধা যে আছো বন্ধিশালা।