ফাল্গুনী চেতনায় দীপ্ত হৃদয় সাগরে
অখন্ডতা মনে পুষ্প সাজানো ডালায়,
হৃদয় কান্ডারীতে চৈত্র দুপুরের ঝাঁঝাঁনো
রৌদ্রের ক্লান্তি বা গোধুলী রঙিন আভায়,
মনবীনায় আশার আলো উদ্ভব চেতনায়
তোমার জাগ্রত মনে, দেখো ডেকে?


শরতের হিমেল বৈকালী মলয়ে
কাশফুলের বনে বাসন জাগিয়ে,
তোমার ভাবনার মাঝে শান্তির আভায়
স্বপ্নের মাঝে আমাকে সাজিয়ে,
তোমার হৃদয় উদ্যানের প্রস্ফুটিত পুষ্প কাননে
সঞ্চিত ভালোবাসা হতে দেখো ডেকে?


তোমার অন্তর বীনার সুরেলা ধমনির তারে
নিঃস্বার্থ নয়, স্বার্থের মাঝেই একবার দেখো ডেকে?
বারে বার নয়, শুধুই একবার দেখো ডেকে?
আমি পৌছে গেছি, তোমার দীপ্ত চেতনায় আলো জ্বালাতে।
আমি পৌছে গেছি, তোমার পুষ্প কাননে পুষ্প ফুটাতে।
তোমার চলার পথে, রৌদ্রের তেজ নিবারণে ছায়া দিতে।


আমি পৌছে গেছি, তোমার ঘুমন্ত ওষ্ঠবিহারি কোনে হাঁসি ফোটাতে।
অন্তরের বাসন্তি কুঞ্জবিহার হতে, শান্তির কিরণ দিয়ে
শুধুই একবার দেখো ডেকে?


তোমাকে পুঁজিতে আমি হবো, তোমারি পূজারিণী।
মোর হৃদয় মন্দিরে সুগন্ধি পুষ্পের ডালা সাজিয়ে,
অর্জিত আমার এ জীবনের সঞ্চিত ভালোবাসা দিয়ে,
তোমার প্রেমের বেদিতে, করবো পূজা আমি দিবানিশি।
আমি হবো প্রিয়ে তোমারই পূজারিণী।।