এ মহাবিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি
করিয়াছো প্রভু তোমারি হস্তে গড়ি,
তাহারই রূপ মাঝে দেখিতে পাই
নব সৌন্দর্যের অপরূপ অঙ্কনি।
দেখিয়া তাহার বর্ণিল রূপান্তর
মনকপটে বাজিয়া উঠিল স্বর।


নিজ হস্তে গড়িয়া তাহারি
সুনিপুণতায় দিয়াছো ভরি।
নিজ হস্তে গড়িয়া দিয়াছো স্বরূপ
সর্বাঙ্গে দিয়াছো রূপ তাহার অপরূপ।
দেখিয়া যবে রূপটি তাহারি
আনন্দে ভড়িয়া উঠি, মম মনময়ূরী তরি।


রূপটি তাহার দুলিছে চমকে
হিয়াতে ভড়া সর্বাঙ্গ অনলে।
হাসিতে ঝড়িছে মুক্তা রাশি
আঁখিতে পলকে কেশরাজ মিশি।
বর্ণিল রূপ সরিষা হলুদে খেত
রূপের মহিমায় উদ্বেলিত সে, জাগ্রত মম প্রাণ।


বুজিয়া চক্ষু যবে দেখি সে তাহারে
কি রূপে গড়িয়াছো প্রভু
তুমি তো তাহারে, তোমারি অনলে।
চন্দ্রিমা আলোতে হাসিময় পৃথিবী
দেখি তো তাহারি, রূপেরই মহিনী
সাজিয়ে রেখেছি মন মন্দিরে, হে অপরূপা তোমারি।