বিকেলগুলো কাটতো যখন পাড়ার মোড়ে ঘুরে,
রোজ বিকেলে দেখতে পেতাম তোমায় অনেক দূরে।
হাজার হাজার লোকের ভিড়ে শান্ত তুমি একা,
আসতে যেন কাজের ফাঁকে হবে বলে দেখা।
বসতে এসে একটু হেসে সেই এক দোকানেতে,
আমিও যেতাম তোমার সাথে ফালতু মোমো খেতে।
পুরনো এক দোকান সেটা,হারিয়েছে নাম তার,
আমরা তাকে ডাকতাম বলে মোমোসেন্টার।
নাম হারানো দোকান মাঝে নাম না জানা তুমি,
সাজিয়ে দিতে বিকেলগুলো করে দিতে দামি।