ছোট্ট হীরে হেসে হেসে বলে--''শুন কয়লা,
তোর সাথে থেকে থেকে হই আমি ময়লা!
দেখ দেখ চেয়ে দেখ রূপ কাকে বলেরে,
তোর মতো কালো হলে আমার কি চলেরে।
সর সর দূরে সর হতভাগা অদামী,
মর মর আগে মর কুৎসিত আসামী।''
কয়লার নেই রাগ, বলে নাকো কিছুটি,
অতীতের জন্মদাতা,আজ সে বিছুটি।