আইকেল বাইকেল
দু' চাকার সাইকেল।
টিং টিং-- বাজে বেল
MOT নাই ফেল।
ছোট বড় রাস্তায়
চলে হন হন ।
ছোট গদি চেপে বসে
মানুষ একজন।


চকচকে সিং দুটো
শক্ত হাতে ধরে।
দু' চাকার সাইকেল
নিয়ে যায় দুরে।


চাকা দুটো ঘুর ঘুর
চলে বন বন।
বায়ু কিংবা বিষ্টিতে
করে শন শন ।
একটু থামে,একটু হাঁটে
আস্ত ধীরে চলে।
একটু- আধটু ময়লাটে
স্নান করে জলে ।


টিং টিং --বাজে বেল
ওই চলে সাইকেল।
আইকেল বাইকেল
MOT নাই ফেল।------