কষ্টে ভরা নবীর মন
চলে গেছেন প্রিয়জন।


চলে গেছেন মা জননী
আরো গেছেন চাচা  
স্বজন ছাড়া পৃথিবীতে
যায় কী কারো বাচা?


দ্বীন প্রচারে ছিলেন নবী
খুবই বড় একা।
কেউ শুনেনি কথা তখন
কেউ করেনি দেখা


তাই তো নবী দ্বীন প্রচারে সুদূর
যান তায়েফে চলে ।
মহান আল্লাহর কথা বলেন
হেকমত ও কৌশলে।


দুষ্টু ছিল তায়েফবাসী
কেউ শুনেনি কথা ।
উল্টো গায়ে আঘাত করে
দেয় নবীকে ব্যথা ।


দ্বীন প্রচারের জন্য নবী
করেন কত কষ্ট ।
শুনেছে যাঁরা নবীর কথা
হয়নি তাঁরা ভ্রষ্ট।