বড়বাগা নদীর তীরে
নয় গ্রামের ভীড়ে।
গড়ে উঠা বড় বাজার
নাম তার শাহ্ মাদার।


শাহ্ মাদারের ইতিহাস
সব মানুষের জানা।
নবগ্রামের স্মৃতিতে মেলি
মুক্ত মনের ডানা।


স্মৃতিতে  ঘেরা ছেলেবেলা  
যায়না সহজে ভুলা ।
ফেলে আসা নবগ্রামকে
কেমনে করি হেলা।


মনের ঘরের ছোট্ট ঘরে
আঁকা নয় গ্রাম।
দেশ-বিদেশে ছড়িয়ে আছে
আমার নবগ্রাম।


নাম যেমন তাঁর দামও আছে
আছে বিশেষ কারণ।
আজকে তোদের বলতে আমার
নেই যে কোন বারণ।


নবগ্রামের মানুষ গুলোর
মনটি ছিল বিশাল ।
সবাই মিলে গড়লেন তাঁরা
নয় গ্রামেই পাঠশাল।