চারিদিকে মানব তবুও মোরা বড়ই একাকী
জীবন সংগ্রামে মুছে গেছে আশার রেখাটি
সব ব্যস্ত নিজ নিজ কার্য হাসিলে
কেউ পরে আছে পড়ার টেবিলে কেউবা মিছিলে
পরের তরে কারোর নেই বিন্দুমাত্র সময়
সবাই মেতে আছে প্রতিযোগিতায়;শুধু অর্থ জমায়
কেউ পাশে নেই বলার কি দুঃখ তোমার?
সবাই ত আত্মকেন্দ্রিক বলে কি হবে আমার
আধুনিক প্রতিযোগিতা সবাই থাকে দৌড়ে
স্বার্থ হাসিলে বলে মানবতা চলে যাও রে
অন্যের কোনো বালাই নেই সবাই বাঁচে নিজ তরে
একদিকে বিত্তের উল্লাস ওদিকে গরিব না খেতে পেয়ে মরে
একেই কি বলে মানবতা ভুলে শুধু নিজের তরে বাঁচা
মানুষ আছে কিন্তু মন নেই যেন পাখি বিনা খাঁচা
এমন বেচে লাভ কি বল যদি না পার অন্যরে সময় দিতে
সময় চলে গেলে পারবে কি ফিরিয়ে নিতে?
আয়ু মোদের অনেক কম হঠাত যাব ত মরে
কি লাভ বলো এই প্রতিযোগিতার তলে পড়ে
জীবন মোদের স্বল্প করতে হবে উপভোগ
অল্পতেই হতে হবে সন্তুষ্ট না করে অতি লোভ
অর্থ দরকার বলে হব না এতে মত্ত
সম্পদ না মনের দিক থেকে হতে হবে বিত্ত
তবেই মোরা শান্তি পাব হব অনেক সুখি
যদি এসব না মানি তবে হব চির দুঃখী