মোরা মানুষ কেন মানুষ তুমি কি তা জানো না?
খোদা মোদের বিবেক দিয়েছে তুমি কি তা মানো না?
খোদা মোদের জ্ঞান দিয়েছে ভাবিয়া দেখো তুমি
এই পৃথিবীতে মোরা সবাই মানুষ
তা ঐ বিজাতি হোক কিবা আমি
মারফত ভেদে যদি না পারো তুমি চিন্তা করিতে
তবে মোরা কেন মানুষ পার কি তা বলিতে?
কোথাও ত নেই মোদের জাতের চিহ্ন নেই কোনো প্রমাণ
জাতের যাতাকলে কেন তুমি আটকে থাক কেন করো তাদের অপমান?
কেউ যদি মোরে প্রশ্ন করে দেহের মৃত্যুই কি একমাত্র মৃত্যু না?
আমি তীব্র প্রতিবাদে স্বজোরে বলব না,না,না একেবারেই না
যদি তোমার মনুষ্যত্বই না থাকে এ জীবন থেকে কি হবে?
তোমার এ বংশগৌরব ত মৃত্যুর সাথেই চলে যাবে
যদি তুমি হয়ে মানুষ করো পশুর ন্যায় কাজ
কিভাবে তুমি নিজেকে মানুষ বলো তোমার কি নেই ভয়,ঘৃণা কিংবা লাজ
প্রশ্ন করো তুমি নিজেকে তুমি আসলে কি চাও?
কেউ কি তোমাকে স্মরণ করিবে যদি তুমি চলে যাও?
কেউ করিবে না এই হতভাগা তোমারে স্মরণ
যদি না তুমি কর সৃষ্টির সেবা কর সত্যকে বরণ
মিথ্যে জাতের গৌরব করে লাভ কি পাও?
সকল বাধা ভুলে সৎকাজ করে মহর্ষিদের মতো হও
সমাজ বর্ণ জাতিভেদ সবই ত কাল্পনিক
বাচো মাথা উচু করে হও তুমি নির্ভীক
ধর্ম বর্ণ ভুলে প্রত্যেককে ভেবে নিজের ভাই
চলো মোরা কাধে কাধ রেখে এই পৃথিবীকে বদলাই