বই পড়া একটি নেশা
যে নেশায় মগ্ন থেকে জীবনকে বোঝা যায়
যে নেশায় বন্ধু হিসেবে বইকে কাছে টানা হয়
বই পড়া আসলেই একটি নেশা
যে নেশাকে স্বাচ্ছন্দ্যেই বানানো যায় পেশা
সময়ের পর সময় কেটে যায় থাকে না সময়জ্ঞান
সবকিছুর আধার এটি তা ঐ ইতিহাস হোক কিংবা বিজ্ঞান
হঠাৎ চলে যায় বিদ্যুৎ সারাদিক আন্ধার-কালো
সমস্যা নাই পড়তেই হবে জ্বালাও ফোনের আলো
হোক ভূমিকম্প কিবা টর্নেডো নেই তার বালাই
উপন্যাস চলতেই থাকে মাতাল না পালায়
কেউ খুঁজে পায় জীবনানন্দ কেউবা পায় মুক্তি
কোনো মাতাল আবার খুঁজে বেড়ায় মনুষ্যত্বের যুক্তি
নিঃসঙ্গরা পায় সঙ্গ কাটায় সময় মেলা
উদাসীরা বুঝে যায় এ জীবনের খেলা
তবে তুমিই বল ভাই
এ নেশাকে কি নেশা বলা যায়
যে নেশায় মত্ত হলেই জীবন মহৎ হয়?