খারাপের তরে খারাপ হইবে ভালোর তরে ভালো
সঙ্গদোষে লোহা ভাসিল কত তারা খসিয়া গেল
একবার শুধু দে টান বলিয়া কত টান দেওয়া হলো
একটিবার সিনেমা দেখিতে গিয়ে হলই আবাস হইয়া গেল
একবার শুধু কন্সার্টে গিয়া কত মজাই না হলো
দিনের পর দিন আর মাসে মাসে বছর গেল
একবার বলে কিছু নাই ওহে তা ত শুরু বটে
একটিবার করিতে গেলেই বারবার হিরিক উঠে
সঙ্গস্রোতে ডুবিয়ো না তুমি হইও না মাতোয়ার
সময়-সুনাম চলিয়া গেলে পাইবে না ফিরে আর
সৎসঙ্গে শরিক হইয়া স্বর্গবাস যদি চাও
নিজের মনাত্নাকে আগে সংশোধন করিয়া লও
কলুষিত হয়ে সৎসঙ্গে থেকে কোনো লাভ নাই তাতে
সম্ভাবনা রইয়াছে সে তোমার প্রভাবে প্রভাবিত হইয়া যাবে
মিষ্টফলের বৃক্ষ সদা ভালো পরিচর্যায় রয়
সৎসঙ্গে স্বর্গবাসে নিজেরেও ভালো হতে হয়