বলিবে না হায়
আসিবে যেকোনো সময়
এ যেন অসময়ের অনাকাঙ্ক্ষিত অতিথি
যে জানে না কোনো তিথি
সময় হলেই তুমি হবে এর শিকার
কারোর নেই এর থেকে পালানোর অধিকার
সহায় সম্পদ বল সবই যাবে ঘুচে
এই পৃথিবীতে সকল চিহ্ন যাবে শীঘ্রই মুছে
এসেছ যেমন যাবেও তেমন
কেউ দিবে না সঙ্গ
এটাই তো মৃত্যুর চিরাচরিত রঙ্গ