নেই সীমা অসীম সে
অসম্ভবও সম্ভব যে
সকল মিথ্যা সত্য হে
এই ত মোদের ভাবনা রে


মোরা ভাবতে ভাবতে হই বড়
অসংখ্য সম্ভাবনা হয় জড়ো
হব ডাক্তার ম্যাজিস্ট্রেট না হয় ডিসি
ঘুরব সারাদেশ হয়ে ট্রেনের টিসি
মানি না কোনো বাধা এ কল্পনায়
সকল কিছুর জায়গা মেলে জীবনের আল্পনায়
কিন্তু যখন হয়ে যাই পাকাপোক্ত
বুজে যাই মোরা ছিলাম কত বড় অজ্ঞ
জীবন ত আর স্বপ্ন না নয়কো ফুলের বাগান
ক্ষুধা ডাকলে পাওয়া যায় না কোনো খাবারের জোগান
বাধ্য হয়ে করি কাজ হয়ে যাই একদম সিদে
কল্পনার সেই বাগানের ফুলের কাটাগুলো বিধে
চাকরি চাও টাকা দাও মামা থাকলেও চলে
জ্ঞানের কোনো দাম নেই হবে না বুদ্ধির বলে
ঘুষ দেওয়া নেওয়া হারাম হয়েছিল বইয়ে বুঝতে
ঘুষ না দিলে পারবে না শখের চাকরি পুষতে
ছোট ছিলে ভালো ছিলে ছিল না কোনো টেনশন
বড় হয়েছ অসৎ হয়েছ পেয়েছ কোটি টাকা পেনশন
এবার তোমার ছোটবেলার ভাবনাগুলি মেলি
দেখবে তোমার একটি ভাবনাও যাচ্ছে না মিলি