ধরণী থেকে রাতের গগন দেখো তারকাময়
যদি বলি মহাবিশ্বের এসব এক বিন্দুতে রয়
সময়টা কিন্তু এখন নয় তা পনেরশ কোটি বছর আগে
বিগব্যাং তত্ত্ব পড়লে তবে তা জানতে পাবে
বিস্ফোরিত হলো আদিম পরমাণু সৃষ্টি হলো মহাবিশ্ব
শুরু হলো স্থান-কাল-শক্তি; কি অপরুপ দৃশ্য
কয়েক লক্ষ বছর পর যতদূর যায় জানা
প্রোটনকে ঘিরে ঘুরতে থাকে ইলেকট্রন কণা
যার ফলে সৃষ্টি হয় দুটি মৌল হাইড্রোজেন ও হিলিয়াম
জন্ম নেয় অসংখ্য গোলক;নক্ষত্র,গ্রহ,উপগ্রহ যাদের নাম
সৌরজগতের জন্মের প্রায় একশ মিলিয়ন বছর পর
থিয়া সংঘর্ষে পৃথিবী জন্ম নিল যা মোদের ঘর
থিয়া আর পৃথিবীর সংঘর্ষের ফল হলো চাঁদ
চাদে রয়েছে হাজারো গর্ত যা হলো তার দাগ
সংঘর্ষের ফলশ্রুতিতে পৃথিবী হয়ে উঠল উত্তপ্ত
সমুদ্রের চারিদিকে গলিত লাভা হয়ে গেল ক্ষিপ্ত
ধীরে ধীরে ধরণী শীতল হয় সৃষ্টি হয় পানি
এরপরেই প্রাণের সৃষ্টি যতদূর আমি জানি