শুন হে মানব গণ বলিব কিছু কথা
আশার বাসা বানাইয়া দিয়ো না নিজেরে ব্যাথা
আশার বাসা রুপময় হইলেও তা ব্যাথায় থাকে ভরা
অতি আশাতে সময় ব্যাপিতে দেখিবে সুখেরও খরা
ভাবিবা বড় দেখিবা বড় শুনিবাও খালি বড়
অতি আশাতে তুচ্ছ জীবনের সময়ই খালি গেল
আশার জাহাজে চড়িয়া তুমি করিবে দিগবিজয়
আশার বাসার ভিত যদি কঠোর শ্রমে গড়া হয়
আশা তোমারে করিবে বড় দেখাবে দূরের পথ
অধ্যবসায়ে না মাতিলে পড়িবে আশায় রধ
দেখিবা তখন স্বপ্নগুলান স্বপ্নেই রয়ে যাবে
আশার সেই বাসাখানি চূর্ণ-বিচূর্ণ হয়ে রবে
দেখিলে বড় করিতেও হবে কঠোর পরিশ্রম
স্বপ্নগুলান রুপ পাইবে যখন ঝরিবে গায়ের ঘাম