কি আর করিব এ জীবনে
কি করিব থেকে বেচে
যদি না পারি কিছু করিতে
জন্ম নিয়েছি কি শুধুই মরিতে?
হ্যাঁ আমি বেকার বলছি চার দেয়ালের মাঝে
মশা মারতেই ব্যস্ত থাকি সকাল থেকে সাজে
সার্টিফিকেট পেয়েছি সে ত বছর কেটে গেল
টাকা দিয়ে ঐ রহিমও ত চাকুরীজীবি হয়ে গেল
গরিব হয়ে জন্মেছিএটাই কি বড় দোষ?
যোগ্যতা থেকেও চাকরি পেতে দিতে হবে ঘুষ?
এদিকে বাবা বৃদ্ধ দায়িত্ব নিতে হবে
এভাবে থেকে আর কতদিন যাবে?
বেকার আমি থাকব বেকার তবু নত হব না
দুর্নীতিবাজদের কখনো টাকা দিব না
শিক্ষার মূল্য কত তারা বুঝবে হাড়ে হাড়ে
উন্নতি থেমে গেলে ডাকবে তারা মারে
শিক্ষা জাতির মেরুদণ্ড বুঝতে হবে তা
দুর্নীতিবাজদের কভু প্রশয় দিব না
আমি বেকার আমি গর্বিত আমি দুর্নীতি করি না
আমি ধনী হয়ে গরীবের টাকা মারি না