আমি স্বপনে দেখতে পাই
এদেশে কোনো খুন খারাপি দুর্নীতির চিহ্ন নাই
আমি আরও দেখতে পাই
সবাই আছে মহা খুশিতে কোনো দুঃখ নাই
আমি স্বপনের ঘোরে যখন আরো ডুবে যাই
আমি বঙ্গবন্ধুর সেই বজ্রকন্ঠের বাণী শুনতে পাই
আমি ঘোর আধারে কুটির ঘরে আলো দেখতে পাই
সোনার ছেলেরা গোপনে ডাল ভাত খেয়ে চলে যায়
আমি যখন কাঁধ ফিরে কাত হয়ে শুয়ে যাই
আমি বাংলার মা বোনের আর্তনাদ ও চিৎকার শুনতে পাই
আমার যখনই আধো রাতে ঘুমটা ভেঙ্গে যায়
আমি ঘুমের ঘোরে বাংলাদেশের পতাকা দেখতে পাই
সেই পতাকার রক্তের ঘ্রাণ আমি আজও পেয়ে যাই
এসব দেখতে দেখতে আমার রাত টা কেটে যায়
সকাল হতেই যখন খবরের কাগজে চোখ পড়ে
হয় দুর্নীতি ,হত্যা কিংবা দুর্ঘটনার ছবি মেলে
দুর্নীতি,দুর্নীতি,দুর্নীতি,দুর্নীতির হিসাব নাই
এরা কি মুক্তিযুদ্ধের একটুও চেতনা পায় নি
কাজের বেলায় কিছু নাই সব আছে শুধু মুখে
মুক্তিযুদ্ধের চেতনা কি নেই এদের বুকে
মোরা স্বাধীন জাতি বটে মুক্ত আছি ভাই
কিন্তু এই দুর্নীতির মাঝে মুক্তির আনন্দ বিন্দু মাত্র নাই
আমি স্বপনে না এবার বাস্তবে দেখতে চাই
মোদের এই সোনার বাংলায় কোনো দুর্নীতি নাই ।