যদি একটিবার দেখা মেলে ও কন্যা
যদি একটিবার দেখা মেলে তোমারও সনে
তবে মোর ঘুচিত ব্যথা;পাইতাম শান্তি মনে
তোমারে একটিবার দেখিতে সারাটাদিন ঘুরি
বারংবার বৃথা চেষ্টা করিয়া অন্তরে পুড়ে মরি
হে রূপবতী
কেন তুমি বাঁধিয়াছ মোরে তোমার ওই রুপেরও মায়ায়?
কেন আমি খুঁজে পাই সুখ তোমারও ছায়ায়?
তোমারে একটিবার দেখিয়া যে সুখ পাই মনে
তোমারে ছাড়িয়া থাকিতে পারতাম না এ জনমে
যদি একবার দেখা মেলে হে কেশবতী
যদি একবার বলিতে পারতাম এ হিয়ারও কথা
হয়তো দূর হতো এতদিনের জমানো সব ব্যথা
যদি তোমায় পাইতাম আমার এ ক্ষুদ্র জীবনে
থাকিতাম পাশে সবসময় সঙ্গী হতাম মরণে
হে গুণবতী
তুমি কি কখনো আমারে দিবে জায়গা তোমার হিয়াও কোণে?
তুমি কি কখনো মানিবে তা যা আমার এ মন মানে?
যদি তুমি চিনিতে পারো মোরে বলিও একটিবার
তোমার জন্য আমি অপেক্ষা করিব বারংবার